লর্ডস, ১৫ আগস্ট- লর্ডস টেস্টে ব্যর্থতার পর ভারতজুড়ে কোহলিদের নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমিরাও ভারতীয় ক্রিকেটারদের সমালোচনায় মুখর। যে বিরাট কোহালি ও তার অধিনায়কত্ব নিয়ে এতদিন উচ্ছ্বসিত ছিল পুরো বিশ্ব সেই বিরাটকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে ভারত। এজবাস্টনে ৩১ রানে হারের পর বৃষ্টি বিঘ্নিত চার দিনের টেস্ট তিন দিনেই শেষ করে দেয় ইংল্যান্ড। লর্ডসে এক ইনিংস ও ১৫৯ রানের হারের পর আঙুল উঠেছে কোহলির অধিনায়কত্ব ছাড়াও কোচ রবি শাস্ত্রীর ওপরও। এ ব্যাপারে এতদিন মুখ না খুললেও সমর্থকদের উদ্দেশে বিরাট এ বার সামাজিকমাধ্যমে ভারতের ক্রিকেট অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, কখনও আমরা জিতি আবার কখনও আমরা শিখি। আমরা কখনও হাল ছেড়ে দিই না। আর কথা দিচ্ছি কখনও হাল ছেড়ে দেব না। এগিয়ে যাব, উঠে আসব। দ্বিতীয় টেস্টের শেষে বিরাট কোহালি বলেছিলেন, দুঃখজনক ব্যাপার হল এই দুটো স্কিল আমরা এক সঙ্গে কাজে লাগাতে পারিনি। এখান থেকেই ঘুরে দাড়াতে হবে। আমরা জানি আমাদের হাতে এমন বোলিং রয়েছে যাতে আমরা ২০টা উইকেট তুলে নিতে পারি। লর্ডস টেস্টের পর টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান হারিয়েছেন বিরাট কোহালি। নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। দলের বাকিদেরও অধঃপতন হয়েছে। ১৮ আগস্ট ট্রেন্ট ব্রীজে শুরু হবে তৃতীয় টেস্ট। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/১৫ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BaRB8G
August 15, 2018 at 02:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন