ঢাকা, ০৮ আগস্ট- গান গেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ। তার মন পাজরে, সোনা বউ, চকলেটি পিয়াসহ বেশকিছু গান শ্রোতাদের প্রশংসা পেয়েছে। এবার অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আসন্ন ঈদে ৭ পর্বের ধারাবাহিক লাল দালান-এ তাকে অভিনয় করতে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় প্রসঙ্গে কাজী শুভ বলেন, আমি গানের মানুষ। কিন্তু এই নাটকের গল্পটি ভালো লাগায় অভিনয় করেছি। জেলখানা এবং কয়েদিদের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকে নিজের চরিত্র সম্পর্কে এ গায়ক বলেন, এতে বিশেষ একটি চরিত্রে আমি অভিনয় করেছি। নাটকেও আমি একজন গায়ক, তবে পরে আমাকে কয়েদি হতে হয়। কারণ আমার বিরুদ্ধে কপিরাইট মামলা হয়। সব মিলিয়ে প্রথমবার নাটকে অভিনয় করে ভালো লেগেছে। আশা করছি দর্শক পছন্দ করবেন। ঈদুল আজহায় বৈশাখী টিভিতে লাল দালান নাটকটি প্রচার হবে। সূত্র: বাংলানিউজ২৪ আর/১০:১৪/০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OiFet2
August 08, 2018 at 06:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top