অন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অঝোরে বৃষ্টি!

গুয়াহাটি, ২৮ অগাস্টঃ ঝাঁ চকচকে বিমানবন্দরের ছাদ দিয়ে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি! এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরের।

প্যাসেঞ্জার লাউঞ্জের ব্যাগেজ স্ক্রিনিংয়ের জায়গায় দিয়ে জল পড়ার ফলে যাত্রীদের অভিযোগ, তাঁদের ব্যাগ ভিজে গিয়েছে। এমনকী এতটাই জোড়ে জল পড়ছিল যে, ব্যাগেজ স্ক্রিনিংয়ের পর অনেকেই ব্যাগ নিতে যেতেই পারছিলেন না বলে অভিযোগ।

জনৈক যাত্রী এমনই একটি ভিডিয়ো তুলেছেন। সোমবার সারাদিন অসমে বৃষ্টি হয়েছে। ফলে বিমান বন্দরের ভেতরেও জলে ভিজে গিয়েছেন বিমান যাত্রীরা। তবে গুয়াহাটি বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, কয়েকদিন আগেও এই অবস্থা ছিল না। দুদিন ধরে এই হাল। যেখান থেকে জল পড়ছে, সেই অংশ সদ্য তৈরি হয়েছে। ফলে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে ছাদের একাংশ। এর ফলে পড়ছে জল। এসি ভেন্টের মধ্যে দিয়ে পড়ছে বৃষ্টির জল।

বিমানবন্দরের ভিতরে জল পড়লেও বিমান পরিসেবা অবশ্য ব্যহত হয়নি। রাত ৮.৪৫ থেকে ১০টা পর্যন্ত ক্রমাগত জল পড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে যাত্রীদের পক্ষ থেকে। তবে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিমানবন্দরের ম্যানেজার পিকে তাইলং।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BVl5rL

August 28, 2018 at 09:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top