দুবাই, ২০ অগাস্টঃ বন্যা দুর্গতদের নিয়ে ফেসবুকে একটি পোস্টে অসংবেদনশীল মন্তব্য করায় চাকরি হারালেন কেরালার এক যুবক। জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল চেরু পালায়াট্টু। তাকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংস্থা।
সংস্থাটির এইচআর ম্যানেজার নাসির মুবারক সালেম অল মাওয়ালি রাহুলকে বহিষ্কার করে চিঠিতে লিখেছেন, ‘ভারতের কেরালায় বন্যা পরিস্থিতির ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক মন্তব্যের কারণে আমরা আপনাকে চাকরিতে রাখতে পারছি না।’ যদিও সংস্থার এই সিদ্ধান্তের পর রাহুল ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চান। ভিডিয়োতে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য সত্যিই দুঃখিত। যখন সেই মন্তব্যটি পোস্ট করেছিলাম তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। এটা গুরুতর ভুল ছিল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2nSZsym
August 20, 2018 at 12:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন