নটিংহাম,২৯ আগস্ট- ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। একাদশে মঈন আলী ও স্যাম কারান ফেরায় স্বাগতিকরা নামছে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে। যদিও নটিংহামে কাজটা শেষ করতে পারেনি স্বাগতিকরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত ম্যাচ জিতে বাঁচিয়ে রেখেছে সিরিজ। যদিও বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাউদাম্পটন টেস্ট দিয়ে সিরিজ নিশ্চিত করার সুযোগ তৈরি হচ্ছে ইংলিশদের। এই টেস্টের আগে ঊরুর চোটে ছিটকে গেছেন ক্রিস ওকস। তার জায়গায় একাদশে ফিরেছেন কারান। আর ওলি পোপের জায়গায় সুযোগ পেয়েছেন মঈন। এই অলরাউন্ডার প্রথমবারের মতো নামতে যাচ্ছেন এই সিরিজে। সাউদাম্পটন টেস্টে উইকেটের পেছনেও বদল আসছে। আঙুল ভেঙে যাওয়ায় গ্ল্যাভস উঠছে জস বাটলারের হাতে। জনি বেয়ারস্টো খেলবেন শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। বুধবার উইকেটরক্ষকের ভূমিকা স্পষ্ট করেছেন অধিনায়ক রুট, জস বাটলার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবে। ভাঙা আঙুল নিয়ে জনি বেয়ারস্টোর দায়িত্ব পালন করাটা কঠিন, তবে সে ব্যাট করার জন্য পুরোপুরি ফিট। মঈন ও কারান যোগ হওয়ায় ইংল্যান্ডের একাদশে ৭ বাঁহাতি ব্যাটসম্যান। দুই ওপেনার অ্যালিস্টার কুক ও কিটন জেনিংসের সঙ্গে বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন ব্যাট করেন বাঁ হাতে। সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের একাদশ: অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন। সূত্র: বাংলা ট্রিবিউন এইচ/২২:৫০/২৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LDuIdX
August 30, 2018 at 05:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন