রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অশরীরী আতঙ্ক

রায়গঞ্জ, ২২ অগাস্টঃ অশরীরী আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রাত হলেই দরজা ভাঙার মতন বিকট শব্দ হচ্ছে। শোনা যাচ্ছে দরজা ধাক্কানোর আওয়াজও। কিন্তু কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এমনই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নৈশ্যপ্রহরীর দায়িত্ব সামাচ্ছিলেন দুজন। রাত ১২টা নাগাদ হঠাত্ই বিশ্ববিদ্যালয়ের দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পান তাঁরা। মাঝে মাঝে আবার দরজা ভাঙার মতন বিকট শব্দও শোনা যায়। সঙ্গে সঙ্গে ওই দুই নৈশ্যপ্রহরী বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালীকে জানান। ক্যাম্পাসে এসে তিনিও একই আওয়াজ শোনেন। এরপর খবর পেয়ে ক্যাম্পাসে পৌঁছান রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল কর্মীরা। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত কোনও কিছুরই দেখা মেলেনি। এই ঘটনাকে ঘিরে অশরীরী আতঙ্ক ছড়িয়েছে।

এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এটা কোনো ভুতুড়ে ঘটনা নয়। কেউ আতঙ্ক ছড়াতেই এসব করছে। স্থানীয় বিজ্ঞানমঞ্চের তরফে জানানো হয়েছে, ভুত বলে কিছুই হয় না। পুরোটাই মন গড়া। বিষয়টি খতিয়ে দেখলেই সত্যিটা প্রকাশ্যে আসবে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BHMflw

August 22, 2018 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top