ঢাকা, ১১ আগস্ট- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাঙচিল অবলম্বনে একই নামে একটি ছবি নির্মিত হতে যাচ্ছে। উপন্যাসটি ২০১৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। সময় প্রকাশনী থেকে প্রকাশিত এই উপন্যাস বেশ সাড়া জাগায়। সাধারণ পাঠক থেকে সাহিত্য অনুরাগী সকলেই উপন্যাসের প্রতি আগ্রহী ছিলেন। আর এই উপন্যাস থেকে নির্মিত হতে যাওয়া ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে দিলারা হানিফ পূর্ণিমাকে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবন্ধ হন পূর্ণিমা। ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে। পূর্ণিমা বলেন, পাঁচ বছর বিরতি দিয়ে আবার চলচ্চিত্রে ফিরছি। আমি চাইছিলাম এই ধরনের গল্পে কাজ করতে। ছবিতে একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করবো। আশা করছি ছবিটি দর্শকরা ভালো ভাবে গ্রহণ করবেন। নোয়াখালীর একটি চর ও স্থানীয় মানুষের জীবনের নানা বাঁকের গল্প নিয়ে উপন্যাস রচিত। সেখানেই নায়িকা চরিত্রে রয়েছেন এক এনজিও কর্মী। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৩:২২/ ১১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vVWpcl
August 11, 2018 at 09:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন