ক্যানবেরা, ১৯ আগস্ট- ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন। এরপর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসন। আইপিএলের সর্বশেষ মৌসুমেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এ বাঁহাতি পেসার। পার্থ নাউ এর এক কলামে সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সি এ গতি তারকা। জনসন অবশ্য আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু শরীরটা সায় দেয়নি। তাই বিদায় বলতে বাধ্য হন। ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে জনসন জানান, এবার শেষ। আমি আমার শেষ বলটা করে ফেলেছি। শেষ উইকেটটিও নিয়ে নিয়েছি। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো খেলার ইচ্ছে ছিল। কিন্তু শরীর আমাকে সহায়তা করছে না। তিনি বলেন, ক্রিকেটকে বিদায় জানালেও এই মঞ্চ থেকে বিদায় নেব না। আপাতত কোচিং ক্যারিয়ার শুরু করার ইচ্ছে আছে। নয়তো কোনও দলের বোলিং মেন্টর হিসেবে কাজ করতে চাই। গত আইপিএল মৌসুম থেকেই পিঠের সমস্যায় ভুগছেন জনসন। কলকাতা এ পেসারকে ২ কোটি রুপিতে কিনলেও মাঠের পারফরম্যান্সে নিজেকে সেভাবে জানান দিতে পারেননি জনসন। ছয় ম্যাচে ২১৬ রান খরচায় তিনি নিতে পেরেছিলেন মাত্র ২টি উইকেট। তবে আইপিএলের তুলনায় সবশেষ বিগ ব্যাশ টুর্নামেন্ট দারুণ খেলেছেন জনসন। ২২.৭৫ ইকোনমিতে ১৯ ম্যাচে ২০টি উইকেট পেয়েছিল দানবীয় এ পেসার। গত মাসে বিগব্যাশ লিগ খেলে পার্থ সকারকে বিদায় বলেন জনসন। চলতি বছরে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার কথা থাকলেও পরে নাম প্রত্যাহার করে নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর টি-টোয়েন্টিতে ৩৩টি ম্যাচ খেলে ৭.২৮ গড়ে ৩১ উইকেট নিয়েছেন জনসন। পারফরম্যান্স খুব একটা খারাপ না। তবে শরীরটাও তো সায় দিতে হবে! ২০০৭ সালে ব্রিজবেনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় জনসনের। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৭৩ টেস্ট, নিয়েছেন ৩১৩ উইকেট। এছাড়া একটি সেঞ্চুরিসহ ব্যাট হাতে করেছেন ২০৬৫ রান। অন্যদিকে ১৫৩ ওয়ানডেতে জনসন উইকেট নিয়েছেন ২৩৯টি। আর ৩০টি টি-টুয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৩৮টি। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ১৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Pqy1Zo
August 20, 2018 at 01:07AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.