কলকাতা, ৭ অগাস্টঃ হাওড়া-তারকেশ্বর রেলপথে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বাতিল ১৬ জোড়া লোকাল ট্রেন। বিপাকে কয়েক হাজার যাত্রী।
মঙ্গলবার সকালে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান আপ মেন লাইনে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। দুর্ঘটনার জেরে ডাউন লাইনে ৫ থেকে ৮ মিনিটের বদলে ২৫ থেকে ৩৫ মিনিট অন্তর ট্রেন চালায় রেল কর্তৃপক্ষ।
প্রায় চার ঘণ্টা ধরে পরিসেবা ব্যাহত হয়েছে। ৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল বেলুড় স্টেশন ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই দুর্ঘটনা ঘটে। যুদ্ধকালীন তত্পরতায় পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশে টাওয়ার ভ্যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আপত্কালীন দল। লোকাল ট্রেন চালানোয় বিকল্প লাইন ব্যবহারের কারণে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা প্রভাবিত হয়নি। ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড়ের চাপ বাড়তে থাকে। নিত্যযাত্রীদের পাশাপাশি হাজার হাজার তারকেশ্বর যাত্রীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে দুপুর ১ টা থেকে ওই লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি মিলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ONhE8J
August 07, 2018 at 03:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন