মহিলা-পুরুষের বিয়ের বয়স হোক একই, সুপারিশ আইন কমিশনের

নয়াদিল্লি, ৩১ অগাস্টঃ ১৮ বছর বয়সকে প্রাপ্তবয়স্ক হওয়ার মাপকাঠি এবং ভোটের অধিকার দেওয়া হয়। তাহলে ১৮ বছর বয়সকে পুরুষদের জন্য আইনত বিয়ের বয়স হিসাবে মানা হবে না কেন? শুক্রবার এমনই প্রশ্ন তুলল ল কমিশন। এই যুক্তিতেই পুরুষদের বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করার সুপারিশ করল কমিশন। পুরুষ ও মহিলাদের মধ্যে বিয়ের বয়সের মধ্যেকার ফারাক বন্ধ করার পক্ষপাতী কমিশন।

কমিশন জানিয়েছে, ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট, ১৮৭৫ অনুযায়ী পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলের আইনত বিয়ের বয়স ১৮ হওয়া উচিত। পুরুষ ও মহিলার বিয়ের বয়সের মধ্যে কোনও ভেদাভেদ থাকা উচিত নয়। কমিশন মনে করে, স্বামী ও স্ত্রীর বিয়ের ভিন্ন বয়সের ফারাকের মধ্যে কোনও যুক্তিপূর্ণ ব্যাখ্যা নেই।

কমিশনের ব্যাখ্যা, প্রচলিত ধারণার বশবর্তী হয়েই পুরুষ ও মহিলার বিয়ের বয়সের মধ্যে তিন বছরের ফারাক রাখা হয়েছে। অনেকে মনে করেন স্ত্রীর চেয়ে  স্বামীর বয়স বেশি হওয়া উচিত। তাকে মান্যতা দিতেই দুই লিঙ্গের মধ্যে বিয়ের বয়সের ভেদাভেদ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LMYOMe

August 31, 2018 at 10:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top