র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৬জন আটক

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন মাদক স্পটে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৬ জন মাদকসেবী ও ব্যবসায়ীকৈ আটক করেছে র‌্যাব। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে ১। রাহাত (২০), পিতা-বাবলু, সাং-পোড়াডাঙ্গা, ২। হিমেল (২১), পিতা-সাদের ইসলাম, সাং পোড়াডাঙ্গা, ৩। রুবেল (২০), পিতা-বদর আলী, সাং-আজাইপুর, ৪। আমানউল্লাহ (২২), পিাতা-নুরুল ইসলাম, সাং-চন্দ্রানারায়নপুর, ৫। রানা (১৯), পিতা-রেজাউল, সাং-পোড়াডাঙ্গা, ৬। সুজন (২০), পিতা-মজিবুর, সাং-জিয়ানগর, ৭। হোসেন (৫৫), পিতা-মৃত অলি, সাং-পাঠানপাড়া, ৮। মনিরুল (৩৮), পিতা-মৃত সুফল, সাং-আরামবাগ জোড়বাগান, ৯। মোঃ বিষু (৫৫), পিতা-মৃত হোসেন, সাং-চাঁদলাই, ১০। রুবেল ইসলাম (২৪), পিতা-রবু আলী, সাং-বালুগাবান, ১১। নুর ইসলাম (৩০), পিতা-মোর্তজা, সাং-কালিগঞ্জ (বাবুপাড়া), ১২। মাসেদুল আনাম (৩৮), পিতা-মমতাজ উদ্দিন, সাং-শান্তিবাগ, ১৩। রিপন (৩০), পিতা-মজিবুর রহমান, সাং-শান্তিমোড়, ১৪। দুলাল (৩৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-নতুন পাড়া, ১৫। সাগর (৪০), পিতা-জহির আহম্মেদ, সাং-স্বর্ণকার পাড়া, ১৬। নাইম (২৮), পিতা-মুনসুর আলী, সাং-দারোগাপাড়া, ১৭। ভুলু (৪০), পিতা-বদু (কমান্ডার), সাং-মসজিদপাড়া, ১৮। মারুফ (২৫), পিতা-হাসান আলী, সাং-বেলেপুকুর, ১৯। রেজাউল করিম (৫৫), পিতা-মৃত আলতাব হোসেন, সাং-শংকরবাটী, ২০। রাকিবুল (২০), পিতা-মিনহাজুল, সাং-হোসেন ডাইং, ২১। আতিক (১৮), পিতা-আক্তার, সাং-বেলেপুকুর, ২২। ইউসুফ আলী (২৪), পিতা-শুকুদ্দীন মন্ডল, সাং-বালিয়াডাঙ্গা, ২৩। রুবেল আলী (২৫), পিতা-মফিজুল ইসলাম, সাং-বালুগ্রাম, ২৪। হৃদয় (১৮), পিতা-মেহেরুল ইসলাম, সাং-নয়াগোরা, ২৫। কালাম (৩০), পিতা-মৃত রবিউল হক, সাং-চামাগ্রাম, ২৬। সাহেব আলী (২০), পিতা-সেকেব আলী, সাং-শিবতলা, ২৭। বাহারাম (২০), পিতা-আঃ জব্বার, সাং-উপরাজারামপুর, ২৮। শ্রী উজ্জল কুমার (৩০), পিতা-মৃত ভাদু কুমার, সাং-কুমারপাড়া, ২৯। তুহিন (৪৫), পিতা-মৃত যাকারিয়া, সাং-নিমগাছী, ৩০। কামরুল (২৪), পিতা-মৃত মুনসুর আলী, সাং-উপরাজারামপুর, ৩১। হোসেন আলী (৬০), পিতা-মৃত গোলাম রব্বানী, সাং-রামকৃষ্টপুর রানীপাড়া, ৩২। শফিকুল ইসলাম (৩৫), পিতা-তাজেমুল, সাং-নিচুধুমী, ৩৩। বাবু (২৪), পিতা-মৃত ফড়িং, সাং-নিচুধুমী, ৩৪। সামছুল আলম (২৮), পিতা-ফজলুর রহমান, সাং-নিচুধুমী, ৩৫। আজিম (২১), পিতা-আব্দুল মালেক, সাং-শাহীবাগ, ৩৬। রাশেল (২৮), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-বেলেপুকুর, ৩৭। সাইদ (২০), পিতা-আঃ হাকিম, সাং-আমনুরা, ৩৮। সুমন (১৮), পিতা-বকুল, সাং-উসকাটিপাড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ৩৯। হারুন অর-রশিদ (২১), পিতা-কাওছার, সাং-নয়ালাভাঙ্গা, ৪০। সেলিম (২৪), পিতা-মৃত কাইয়ুম, সাং-রশিকনগর, উভয় থানা-শিবগঞ্জ, ৪১। তাফাজ্জল (৪৫), পিতা-মৃত কয়েছ মোল্লা, সাং-সাহেবগ্রাম, থানা-গোমস্তাপুর, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৪২। রবিউল (২২০, পিতা-আঃ খালেক, সাং-টগরাইল, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, ৪৩। শাহ আলম (২৭), পিতা-তাশেম আলী, সাং-নিচুধুমী, ৪৪। কাবুল হোসেন (২৭),পিতা-নাইমুল হক, সাং-গনকা বাগানপাড়া, ৪৫। ইউসুব (৪০), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-নামোগৌরীপাড়া, ৪৬। জাইদুর রহমান (২৪), পিতা-নাছির উদ্দিন, সাং-আমনুরা, ৪৭। সুজন (২৩), পিতা-আলমগীর কবির, সাং-উপরাজারামপুর, ৪৮। আলম আলী (২৮), পিতা-সরোয়ার হোসেন, সাং-সরকারপাড়া, ৪৯। সুনীল কর্মকার (৩০), পিতা-নরেন কর্মকার, সাং-নয়ানগর, ৫০।

কোরবান আলী (৩৫), পিতা-আলাউদ্দিন, সাং-নতুনপাড়া, ৫১। আজিম (১৯), পিতা-আঃ বাসেদ, সাং-নয়াগোলা, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ৫২। মোঃ শাহীন (২০), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-গোলাবাড়ী, থানা-নাচোল, ৫৩। আঃ অহাব (৪৫), পিতা-মৃত খায়েজ আহম্মেদ, সাং-নামোরাজারামপুর, ৫৪। আঃ লতিফ (৪০), পিতা-মৃত মমতাজ উদ্দিন, সাং-দুর্গাপুর (চাইপাড়া), ৫৫। আশিক (১৮), পিতা-শফিকুল ইসলাম, সাং-সাহাপাড়া, ৫৬। সুমন (২০), তিপা-মনিরুল ইসলাম, সাং-উপরাজারামপুর।
র‌্যাব জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক স্পটে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও ব্যবসার দায়ে ৫৬জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে অভিযানে আটক হওয়াদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
আটককৃত আসামীদের মধ্যে ১নং হতে ৬নং পর্যন্ত ০৬ জন আসামীকে ০৪ মাসের, ৭নং হতে ১১নং পর্যন্ত ০৫ জন আসামীকে ০২ মাসের, ১২নং হতে ৪২নং পর্যন্ত ৩১ জন আসামীকে ০১ মাসের, ৪৩নং হতে ৫২নং পর্যন্ত ১০ জন আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং ৫৩নং হতে ৫৬নং পর্যন্ত ০৪ আসামীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করতঃ সরকারী কোষাগারে জমা করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে ১। গাঁজা-০১ কেজি ৫০০ গ্রাম, ২। চোলাই মদ-৭০,০০০ লিটার, ৩। ইনজেকশন এ্যাম্পল-১৫ টি, ৪। গাঁজা কলকি-১৮ টি, ৫। গ্যাসলাইটার-২৭ টি, ৬। দিয়াশলাই-২২ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৮-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2MDFKpe

August 29, 2018 at 08:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top