ঢাকা, ১৬ আগস্ট- টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে নাকাল হবার পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো। যে দলটি সাদা পোশাকে ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারলো না সেই দলটিই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতল প্রতাপের সাথে! দিন কয়েকের ব্যবধানে কিভাবে এতটা বদলে গিয়েছিল বাংলাদেশ? কারণটা হয়তো অনেকেরই জানা। দেশসেরা ওপেনার তামিম ইকবাল আবারও জানালেন, মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে সিরিজে যোগ দেয়ার পরই বদলে গিয়েছিল দলের পরিবেশ। ঘুরে দাঁড়ানোর পেছনে মাশরাফির অবদানের কথা সামনে এনে তামিম ইকবাল বলেন, স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজের পর আমরা ভেঙে পড়েছিলাম। ওয়ানডে সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ফরমেটেই আমরা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য। মাশরাফি ভাই আসলেন। আমাদের ঘুরে দাঁড়ানোয় তার বিশাল অবদান ছিল। হয়তো তিনি কারও হাতে ধরে তাকে ব্যাটিং বা বোলিং করিয়ে দেননি। তবে তিনি দলের পরিবেশটা বদলে দিয়েছিলেন। বাজে একটি টেস্ট সিরিজ কাটানোর পর মাশরাফির ইতিবাচক মন্ত্রটাই বাংলাদেশ দলের সবচেয়ে বেশি দরকার ছিল, মনে করছেন তামিম। দেশসেরা ওপেনারের ভাষায়, খারাপভাবে টেস্ট সিরিজ শেষ হবার পর দলের মধ্যে নেতিবাচকতা ছড়িয়ে পড়েছিল। খেলোয়াড়দের পরিষ্কার মাইন্ডসেট ছিল না। তিনি (মাশরাফি) যে ইতিবাচকতার ঢেউ তুললেন, সেটাই আমাদের বদলে দিল। এটাই বড় ফ্যাক্টর ছিল। গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয়টি অল্পের জন্য হাত ফস্কে যায়। টাইগাররা হেরে যায় মাত্র ৩ রানে। তৃতীয় ওয়ানডে ছিল সেন্ট কিটসে, যেখানে ক্যারিবীয়দের সাফল্যের পাল্লা ভারি। তবে মাশরাফি ছিলেন বলেই ওসব নিয়ে দল ভাবার সুযোগ পায়নি, জানিয়েছেন তামিম। দলের তখনকার মানসিকতা নিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, আমরা প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চেয়েছিলাম। কারণ গায়ানার উইকেট এবং বড় মাঠ আমাদের সঙ্গে বেশি মানানসই ছিল। সেন্ট কিটসে তারা সুবিধা পায় বেশি। ওই যে বললাম, মাশরাফি ভাইয়ের এখানেও বড় ভূমিকা ছিল। তৃতীয় ওয়ানডের আগে আমরা বসলাম এবং আলোচনা করলাম। যদি আমরা ম্যাচের আগেই তাদের সুবিধা নিয়ে ভাবতাম, ভাবতাম তারা ফেবারিট। তবে তো আগেই হেরে যেতাম। তাই মানসিকতা বদলানো দরকার ছিল। আমরা ম্যাচটি খেলতে চেয়েছি, নেতিবাচক ভাবনা মাথায় না নিয়ে দেখতে চেয়েছি কি হয়। পরের গল্পটা তো সবারই জানা। সেন্ট কিটসে শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় মাশরাফির দল। যে সাফল্য পরে অনূদিত হয় টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় টাইগাররা। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/০৮:০০/ ১৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nIHwXb
August 17, 2018 at 12:09AM
16 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top