বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: ‘জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী পালনের লক্ষ্যে বিশ্বনাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে যথাযথ মর্যাদায় ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই দিন পতাকা অর্ধনমিত রাখা, শোকর্যালী, মসজিদ-মন্দিরে মোনাজাত-প্রার্থনা, এতিমখানায় খাদ্য বিতরণ, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংঙ্কন-কবিতা আবৃত্তি’সহ নানান প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্য না হলে আমরা কখনই স্বাধীনতা লাভ করতে পারতাম না। তাই জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামছুদোহা পিপিএম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রহমান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, সমাজ সেবা আবু ইউসুফ, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, হাজী মফিজ আলী বালিকা এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, মুক্তিযোদ্ধা কমন্ডার ওয়াহিদ আলী, রামসুন্দর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, মো. আবুল কাশেম, সাংবাদিক ফজল খান, আক্তার আহমদ সাহেদ, নবীন সুহেল, কামাল মুন্না প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2OKtKQ1
August 06, 2018 at 02:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন