ওটাওয়া, ১৭ অগাস্টঃ বিমানসেবিকার মজা বুঝতে না পেরে ভুল বিমানে চড়ে ২৩০০ কিলোমিটার পাড়ি দিলেন বন্যপ্রাণী ফোটোগ্রাফার ক্রিস্টোফার প্যায়েতকাউ।
জানা গিয়েছে, কানাডার বাসিন্দা ক্রিস্টোফার গত রবিবার ইয়েলোকনাইফ থেকে বিমানে চড়েছিলেন। তাঁর গন্তব্য ছিল ইনুভিক। কিন্তু ভুলবশত নুনাভাতের ইকুয়ালুইতগামী বিমানে চড়ে বসেন ক্রিস্টোফার। বিমানে ওঠার পর অবশ্য এক বিমানসেবিকাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বিমানটি ইনুভিক যাবে কিনা। ক্রিস্টোফার যে তাঁর সন্দেহ দূর করতে এই প্রশ্ন করেছেন, তা ওই বিমানসেবিকা বুঝতে পারেননি। তাই তিনি মজা করে বলেছিলেন, অবশেষে যাবে। বিমানসেবিকার ওই জবাবে ক্রিস্টোফারও নিশ্চিন্তে বিমান সফর করেন। কিন্তু দীর্ঘ যাত্রায় সন্দেহ হওয়ায় ক্রিস্টোফার আরেক বিমানসেবিকাকে ডেকে একই প্রশ্ন করেন। জবাবে ওই বিমানসেবিকা জানান, এটি ইনুভিকের বিমান নয়। তখন ক্রিস্টোফারের মাথায় হাত পড়ে যায়। বিমানটির ইনুভিক যাওয়ার কথা যে ক্রিস্টোফার মজা করে জিজ্ঞাসা করেননি, তা আগের বিমানসেবিকাও বুঝতে পারেন। ভুল বোঝার জন্য তিনি ক্ষমাও চান। কিন্তু তখন আর কিছু করার নেই। ২ হাজার কিলোমিটারেরও বেশি পথ সফর করে নিয়েছেন ক্রিস্টোফার। আগামী সোমবার তিনি ইনুভিকের বিমান ধরবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Bj0GMK
August 17, 2018 at 09:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন