ক্রিকেট কিংবা ফুটবল কোন খেলতেই পিছিয়ে নেই তিনি। কোন অংশেই একবিন্দুও কম নন বিরাট কোহলি কিংবা এবি ডিভিলিয়ার্সের থেকে। বর্তমানে সবচেয়ে নজরকাড়া নারী ক্রিকেটার তিনিই। আর সেই সুন্দরী হলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলাইস আলেজজান্দ্রা পেরি। ২০০৭ সালে সবচেয়ে কম বয়সী এই অজি নারী ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেন। ব্যাট ও বল- দুই ক্ষেত্রেই সমান সাবলীল পেরি। ২০০৭-০৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সেরার সম্মান পান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন পরেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতরান করেন এই সুন্দরী। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণেই ২০০৯ সালে ইংল্যান্ডে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পান পেরি। ২০১০ সালে বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেন তিনি। ফাইনালের সেরাও হন পেরি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন এলাইস পেরি। গোড়ালিতে ইঞ্জেকশন নিয়েও ফাইনালে খেলেছিলেন তিনি। এদিকে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাতেও কম যাননা পেরি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকগামী ফুটবল স্কোয়াডেও জায়গা পান তিনি। আর ২০১৫ সালে মহিলাদের অ্যাসেজ সিরিজে সুযোগ পেয়েই বাজিমাত করেন। গোটা সিরিজে তিনিই সবথেকে বেশি রান ও উইকেট সংগ্রহ করেছিলেন। প্লেয়ার অফ দ্য সিরিজ- বলার অপেক্ষা রাখে না-এলাইস পেরি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ান রাগবি খেলোয়াড় ম্যাট টাউমা-কে বিয়ে করেন পেরি। মহিলাদের বিগ ব্যাশ টুর্নামেন্টে সিডনি সিক্সার্স-এর হয়ে চুক্তিবদ্ধ হন প্রথম মৌসুমে। প্রথম ছয় ম্যাচ হার সত্ত্বেও এলাইসের অলরাউন্ড দক্ষতায় ভর করে দ্বিতীয় স্থানে ফিনিশ করে সিডনি সিক্সার্স। আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলি বিজেপি তে যোগ দিচ্ছেন? পেরি-ই একমাত্র অস্ট্রেলীয় নারী, যিনি ক্রিকেট ও ফুটবল- দুই খেলাতেই স্থান পেয়েছেন। হংকংয়ের বিরুদ্ধে অভিষেকে ২ মিনিটেই প্রথম গোল করেন তিনি। ২০১৬ সালের উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন এলাইস পেরি। ২০১৭ সালে ক্রিকেট বিশ্বকাপে অবিশ্বাস্য রেকর্ড অর্জন করেন পেরি। নিজের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো টানা পাঁচবার অর্ধ-শতরান করেন। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএর/৯.০০/০১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M76fPw
August 01, 2018 at 06:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন