স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আর আজই সিরি এতে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষেক হতে চলেছে এই পর্তুগীজ তারকার। শনিবার সিয়েভোর বিরুদ্ধে টানা আটবার ইতালি লিগ জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে জুভেন্টাস। তবে জেনেওয়ায় মোরান্ডি ব্রিজ ভেঙে পড়ার শোকে কাতর পুরো দেশ। তাই ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। ফুটবলারদের হাতে থাকবে কালো ব্যান্ড। তবে রিয়েল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদোকে প্রথমবার সিরি এতে দেখার আগ্রহটা হারিয়ে যায়নি অনুরাগীদের মধ্যে। জানা গেছে, তিনি দলে যোগ দেওয়ার পর থেকে প্রতি মিনিটে একটা করে সিআর সেভেন লেখা জার্সি বিক্রি হচ্ছে! ইতালি ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেনি। কিন্তু রোনালদোর আগমন নতুন করে ইতালি ফুটবলে জোয়ার এনেছে। আগ্রহ বাড়িয়েছে। যা ধরা পড়েছে ইতালির কিংবদন্তি ডিনো জফের কথায়, রোনালদো টুর্নামেন্টের মান কয়েকগুণ বাড়িয়ে দেবে আমি নিশ্চিত। এবার সবার চোখ থাকবে ইতালি ফুটবলের দিকে। অন্য তারকারাও এখানে খেলতে আগ্রহী হবে। মিডফিল্ডার খেদিরাও ছটফট করছেন রোনালদোর সঙ্গে খেলার জন্য। সব মিলিয়ে শোকের আবহেও, রোনালদোকে ঘিরে চাপা পড়ছে না উত্তেজনা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/১৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vPC1KE
August 18, 2018 at 03:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top