ব্রিফকেস সহ অঙ্কের ‘নোবেল’ চুরি

রিও ডি জেনেইরো, ২ অগাস্টঃ এক কুর্দ শরণার্থী শিক্ষক এবার অঙ্কশাস্ত্রে ‘ফিল্ড মেডেল’ পুরস্কার পেয়েছেন। কিন্তু তাঁর ব্রিফকেস সহ স্বর্ণ পদকটি লোপাট হয়ে গিয়েছে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কারকে নোবেল হিসেবে ধরা হয়। গণিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয় আকাশ বেঙ্কটেশও এবার এই পুরস্কার পেয়েছেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

‘ফিল্ড মেডেল’ পুরস্কার প্রাপক কুর্দ শরণার্থী কৌচার বিরকর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রিও ডি জেনেইরোতে আন্তর্জাতিক গণিত বিশারদদের সম্মেলনে তাঁর হাতে স্বর্ণ পদকটি তুলে দেওয়া হয়েছিল বুধবার সকালে। একটি ব্রিফকেসের মধ্যে পদকটি রেখেছিলেন বিরকর। কিছুক্ষণ পরে ব্রিফকেসটি উধাও হয়ে যায়। অনুষ্ঠানটি হয় রিও ডি জেনেইরোর রিওসেন্ট্রোতে। অনেক খোঁজাখুঁজি করেও ব্রিফকেসটির সন্ধান মেলেনি। কৌচারকে যে স্বর্ণপদকটি দেওয়া হয়েছে তার আর্থিক মূল্য প্রায় ৪ হাজার ডলার। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে আন্তর্জাতিক ম্যাথমেটিকস কংগ্রেস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LKQf9y

August 02, 2018 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top