মেহুলকে চোকসিকে ‘ক্লিন চিট’ দিয়েছে ভারতই, দাবি অ্যান্টিগা সরকারের

নয়াদিল্লি, ৩ অগাস্টঃ ঋণখেলাপিতে অভিযুক্ত শিল্পপতি মেহুল চোকসিকে ‘ক্লিন চিট’ দিয়েছিল ভারতই, স্পষ্ট জানাল অ্যান্টিগা সরকার। জানা গিয়েছে, মেহুল চোকসির বিরুদ্ধে কোনও অপরাধমূলক অভিযোগ নেই, এমনই শিলমোহর দেওয়া হয় ভারতের বিদেশমন্ত্রকের মুম্বইয়ের রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে। অ্যান্টিগা এবং বারমুডার সিটিজেনশিপ বাই ইনভেস্টিগেশন ইউনিট (সিআইইউ)-র তরফে বিবৃতি দিয়ে তা জানানো হয়।

গত বছর নভেম্বরে অ্যান্টিগার নাগরিকত্ব পান চোকসি। তিনি চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশ ছাড়া হন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ACVNhb

August 03, 2018 at 04:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top