নয়াদিল্লি, ১ অগাস্টঃ সুনন্দা পুস্কর হত্যা মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে বিদেশযাত্রায় অনুমতি দিল আদালত। বুধবার দিল্লির পাটিয়ালা হাউস আদালত তাঁকে এই অনুমতি দিয়েছে। তবে তার আগে ২ লক্ষ টাকা জমা রাখতে বলেছে আদালত। আগে বিদেশে ব্যক্তিগত সফর অথবা যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা ছিল থারুরের। বুধবার সেই নাগপাশ থেকে মুক্ত হয়েছেন তিনি।
১০ আগস্ট শশী থারুর কানাডা সফরে যাবেন বলে স্থির হয়েছে। সে কারণেই আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। কারণ আদালতের নির্দেশ অনুযায়ী দেশের বাইরে যেতে হলে আগাম অনুমতি নিতে হবে বলা হয়েছিল কংগ্রেসের সাংসদকে। সেই নির্দেশ অনুযায়ীই আবেদন করেছিলেন তিনি। সম্প্রতি তিনি ১ লক্ষ টাকা জমা দিয়ে আগাম জামিন নিয়েছেন।
পুলিশের দেওয়া তিন হাজার পাতার চার্জশিটে সুনন্দা পুষ্করের মৃত্যুর জন্য শশী থারুরকেই দায়ী করা হয়েছে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি সুনন্দা পুষ্করের দেহ পাওয়া যায় একটি বিলাসবহুল হোটেল থেকে। সেই নিয়ে টানাপোড়েন চলে বিস্তর। তখন বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KiCJoa
August 01, 2018 at 07:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন