গর্বের ১২ বছর! পেপসিকোর সিইও পদ থেকে সরছেন ইন্দিরা নুয়ি

নিউ ইয়র্ক, ৬ অগাস্টঃ চলতি বছরই মার্কিন বহুজাতিক সংস্থা পেপসিকোর শীর্ষ পদ থেকে অবসর নেবেন ভারতীয বংশোদ্ভত মার্কিনি ইন্দিরা নুয়ি। সোমবার সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাসে সিইও পদ থেকে সরছেন নুয়ি। ৩ অক্টোবর ওই পদে যোগ দেবেন রামন লাগার্থা। ১২ বছর ধরে পেপসিকোর শীর্ষ পদে রয়েছেন ইন্দিরা নুয়ি। পেপসিকোর এক আধিকারিক জানিয়েছেন, সংস্থার নিয়মে একজন ব্যক্তি ৬ বছর সিইও পদে থাকতে পারেন। ২০০৬ সালে সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নুয়ি। পেপসিকোর ইতিহাসে তিনিই ছিলেন প্রথম মহিলা যিনি সিইও হয়েছিলেন। ২০১২ সালে ফের তাঁকে ওই পদে পুনর্নিযোগ করা হয়।

নুয়ির হাত ধরে পেপসিকোর মাউন্টেন ডিউ ও গাটোর্ডের মতো পানীয় আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলেছে। তাঁর আমলে নরম পানীয়র পাশাপাশি স্বাস্থ্যকর ড্রিংক তৈরিও শুরু করে মার্কিন বহুজাতিকটি। ২০০৭ সালে নুয়িকে পদ্মভূষণ সম্মান দিয়েছিল ভারত সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MlxeXr

August 06, 2018 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top