শ্রীনগর, ৪ অগাস্টঃ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করায় এক ব্যক্তিকে গুলি করে মারল নিরাপত্তাবাহিনী। শনিবার সকালে ঘটনাটি ঘটে জম্মুতে ফারুক আবদুল্লার বাড়ির সামনে। জানা গিয়েছে, একটি এসইউভি গাড়িতে করে ফারুক আবদুল্লার বাড়িতে জোর করে ঢুকে পড়েন ওই ব্যক্তি। এর পরই গুলি চালান নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি। ঘটনার কথা টুইটে জানিয়েছেন ফারুক আবদুল্লার ছেলে তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
I am aware of the incident that took place at the residence my father & I share in Bhatindi, Jammu. Details are sketchy at the moment. Initial reports suggest an intruder was able to gain entry through the front door & in to the upper lobby of the house.
— Omar Abdullah (@OmarAbdullah) August 4, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KrbOqe
August 04, 2018 at 03:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন