বন্যায় কোচি বিমানবন্দরের ক্ষতি প্রায় আড়াইশো কোটি টাকা

কোচি, ২২ অগাস্টঃ কেরলের বন্যায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতি হয়েছে প্রায় ২০০-২৫০ কোটি টাকার। ডুবে গিয়েছে রানওয়েও। গত ১৫ অগাস্ট থেকে বন্ধ সব উড়ান। যুদ্ধকালীন তত্‍‌পরতায় চলছে পূনর্নির্মাণ। মনে করা হচ্ছে, আগামী ২৬ অগাস্ট থেকে ফের পরিসেবা চালু করা যাবে।

বিমানবন্দর প্রাঙ্গন থেকে আপাতত সরানো গিয়েছে বন্যার জল। রানওয়ের প্রায় ৮০০ লাইট সারাই করতে হবে। ২,৬০০ মিটারের বাউন্ডারি ওয়াল ঠিক করতে হবে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের সোলার প্যানেলও। বিশ্বের প্রথম সোলার প্যানেলচালিত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছিল কোচি বিমানবন্দর। সোলার প্যানেল সারিয়ে নতুন করে বসাতে খরচ হবে আনুমানিক ১০ কোটি টাকা।

কোচি বিমানবন্দরের জনসংযোগ আধিকারিক পিএস জয়না বলেছেন, ‘বিমানবন্দরের পরিসেবা ফিরিয়ে আনতে দিনরাত কাজ করা হচ্ছে। সবার আগে রানওয়ে কাজের উপযোগী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আড়াইশোর বেশি কর্মী পূনর্নির্মাণের কাজ চালাচ্ছে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PuSZpW

August 22, 2018 at 11:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top