সাত রাজ্যের রাজ্যপাল বদল

নয়াদিল্লি, ২২ অগাস্টঃ লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে মোদি সরকার ৭ রাজ্যের রাজ্যপাল বদল করল। মঙ্গলবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবন থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে।

  • জম্মু ও কাশ্মীরার বর্তমান রাজ্যপাল এনএন ভোরার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন সত্যপাল মালিক। সত্যপাল মালিক বিহারের রাজ্যপাল ছিলেন। জম্মু ও কাশ্মীরে সব থেকে বেশি সময়ের জন্য রাজ্যপাল ছিলেন এনএন ভোরা। প্রথম ইউপিএ সরকার ২০০৮-এর ২৫-এ জুলাই তাঁকে নিয়োগ করেছিল। পরপর দুটি দফায় তিনি রাজ্যপাল ছিলেন।
  • বিহারের রাজ্যপাল হচ্ছেন বিজেপি নেতা লালজি ট্যান্ডন।
  • রাজ্যপাল বদল হয়েছে ত্রিপুরারও। তথাগত রায়কে সরিয়ে কাপতান সিং সোলাঙ্কিকে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে।
  • হরিয়ানার রাজ্যপাল কাপতান সিং সোলাঙ্কিকে সরিয়ে নতুন রাজ্যপাল করা হয়েছে সত্যদেব নারায়ণ আর্যকে।
  • মেঘালয়ের বর্তমান রাজ্যপাল গঙ্গাপ্রসাদকে সরিয়ে সেখানে পাঠানো হয়েছে তথাগত রায়কে।
  • শ্রীনিবাস পাতিলকে সরিয়ে সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে গঙ্গাপ্রসাদকে।
  • উত্তরাখণ্ডের রাজ্যপাল কৃষ্ণকান্ত পালকে সরিয়ে নতুন রাজ্যপাল করা হয়েছে বিজেপি নেতা বেবি রানি মৌর্যকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MumOJi

August 22, 2018 at 12:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top