কলকাতা, ২১ অগাস্টঃ নারদ কাণ্ডের তদন্তভার এখন ইডি-র হাতে। এবার ইডি-র নজরে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডি সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর হিসেবরক্ষককে তলব করতে চলেছে ইডি কর্তারা। খুব তাড়াতাড়ি তাঁকে ডেকে জেরা করা হবে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদ ভিডিও। ওই স্টিং অপারেশনে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন দাপুটে নেতা-মন্ত্রীকে দেখা যায়। তাঁরা প্রত্যেকেই ইম্পেক্স নামক একটি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারীও।
নিজের দফতরে বসে খবরের কাগজে মুড়ে কিছু নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকেও। যদিও টাকা দেখা যায়নি। পরে অবশ্য ইডির জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। তিনি জানান, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে নেওয়া টাকা তিনি নির্বাচনের কাজে খরচ করেছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, সেই টাকা নির্বাচনের কাজে কীভাবে খরচ করা হয়েছিল তা বিস্তারিত জানতে শুভেন্দুর নির্বাচনী হিসেবরক্ষকে তলব করা হবে। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই করা হবে পরবর্তী পদক্ষেপ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2o0ZvZb
August 21, 2018 at 01:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন