সিঙ্গাপুর, ১৫ আগস্ট- এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র সিঙ্গাপুর। শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের আজিজ খান ও তার পরিবারের নাম। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশ করা তথ্য অনুযায়ী ২০১৮ সালের জুলাই মাসের ২৫ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় মুহাম্মদ আজিজ খান ও তার পরিবার ৩৪তম শীর্ষ ধনীর তালিকায় অবস্থান করছেন বলে জানা গেছে। মুহাম্মদ আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান তিনি ও তার পরিবারের সিঙ্গাপুরে মোট সম্পদের পরিমাণ ৯১০ মিলিয়ন ইউএস ডলার বলে উল্লেখ করেছে ফোর্বস। সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের জাতীয়তা বাংলাদেশি হলেও তিনি বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা এবং সিঙ্গাপুরের বিদ্যুৎ ইউনিট সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল তালিকাভুক্ত করার পরিকল্পনা করছেন। তার কন্যা আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন। ৬৩ বছর বয়সী মুহাম্মদ আজিজ খানের মূল সম্পদের উৎস নিজের তৈরি বিদ্যুৎ ব্যবস্থা। ব্যক্তিজীবনে মুহাম্মদ আজিজ খান তিন সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মাস্টার্স করেছেন। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৮:০০/ ১৫ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KXRaya
August 15, 2018 at 05:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন