সুইস আল্পসে পর পর ভেঙে পড়ল দুটি বিমান, নিহত ২৩

জুরিখ, ৫ অগাস্টঃ একঘন্টার মধ্যেই পর পর ভেঙে পড়ল দুটি  ছোটো বিমান৷ ঘটনায়  নিহত হয়েছেন ২৩ জন৷ শনিবার সকালে সুইজারল্যান্ডে আল্পস পর্বতে এই দুর্ঘটনা ঘটে৷  জানা গিয়েছে রেঙ্গ মাউন্টেন পাস এলাকায় জঙ্গলের মধ্যে প্রথমে  একটি ছোট বিমান ভেঙে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারান  একই পরিবারের ৪জন৷ এরপর ৮ হাজার ফুটের বেশি উচ্চতায় পিজ সেগনাসে ভেঙে পড়ে আরেকটি বিমান। জেইউ-এয়ারের ওই বিমানে যাত্রী দুই পাইলট সহ যাত্রী ছিলেন ১৯ জন। জাংকারস জেইউ ৫২ মডেলের ওই বিমানটি প্রায় ৫০ থেকে ৭০ বছরের পুরনো। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য ব্যবহার করা হত এই মডেলের বিমানগুলি। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরই জঙ্গলে আগুন লেগে যায়। ফলে শনিবার উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ট্যুইটারে সুইস পুলিশ জানিয়েছে, পাঁচটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷ ভেঙে পড়া বিমান দুটির কাছে  পৌঁছাতে শুরু হয়েছে অভিযান।

ছবি ঃ হেলিকপ্টার থেকে চলছে উদ্ধারকাজ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M1GqUg

August 05, 2018 at 11:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top