সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করছে কেন্দ্র, অভিযোগ এডিটর্স গিল্ডের

নয়াদিল্লি, ৯ অগাস্টঃ অবাধ ও স্বাধীনভাবে সংবাদ পরিবেশনে বাধা দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার।  শুক্রবার এভাবেই মোদি সরকারকে সমালোচনায় বিঁধল এডিটর্স গিল্ড। এক বিবৃতিতে গিল্ড জানিয়েছে,  সমালোচনামূলক সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে অন্যায় ভাবে বাধা সৃষ্টি করছে প্রশাসন। সম্প্রতি নিউজ চ্যানেলের দুই বর্ষীয়ান সাংবাদিকরা প্রকাশ্যে দাবি করেছেন, তাঁদের সংস্থার কর্তারা সরকার বিরোধী খবরগুলির তথ্য বিকৃতি করতে বা সমালোচনার সুর নরম করতে করতে বলেছিলেন। সরকারের এহেন কাজের নিন্দা করে গিল্ড জানিয়েছে, চাপে না পড়ে স্বাধীন ভাবে সাংবাদিকতা চালিয়ে যাওয়া দায়িত্ব সংবাদসংস্থার মালিক ও সাংবাদিক উভয়েরই। গিল্ড ওই বিবৃতিতে আরও অভিযোগ করেছে, সরকার বিরোধী অনুষ্ঠানগুলির সম্প্রচার হতে হতে আচমকা বন্ধ করে দেওয়া হচ্ছে, অথবা বাধা সৃষ্টি করা হচ্ছে। এমন ঘটনা গণতন্ত্রের মূল স্তম্ভে আঘাত করছে। সরকারের কাছে গিল্ডের দাবি করেছে, এর নেপথ্যে যাদের ভূমিকা রয়েছে তাঁদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। প্রতিরক্ষা চুক্তির ‘কভারেজ’-এর উপরে যে ভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটিও প্রত্যাহারের দাবি করেছে গিল্ড।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vqafEr

August 09, 2018 at 12:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top