বাংলাদেশের ক্রিকেটের একটি পরিচিত নাম মোহাম্মদ আশরাফুল। কিন্তু, আশরাফুল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ৫ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। অবশ্য আরও আগে শেষ হয়ে গেছে ঘরোয়া ক্রিকেটের (বিপিএল বাদে) নিষেধাজ্ঞা। সোমবার (১৩ আগস্ট) সব ধরনের ক্রিকেটের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেছেন মোহাম্মদ আশরাফুল। যদিও এই দিনটির জন্য আশরাফুলকে দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়েছে। অবশেষে সে কাঙ্ক্ষিত মুক্তি পেয়ে গেছেন তিনি। এসময়টাতে মোহাম্মদ আশরাফুল সবচেয়ে বেশি মিস করছেন না ফেরার দেশে পাড়ি জমানো তার বাবাকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। আশরাফুল বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানেই নিজেকে আরও তৈরি করছেন তিনি। আর নিষেধাজ্ঞার পর আপাতত তার লক্ষ্য আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল। আশরাফুল বলেন, ক্রিকেটে ফিরতেই লন্ডনে আছি। এখানে একটা লিগে খেলছি, ব্যায়াম করছি। আমার এখন অনেক বেশি ম্যাচ খেলা দরকার। সেপ্টেম্বরে জাতীয় লিগ টার্গেট করছি। ওখানে ভালো করার জন্য চেষ্টা করছি। বছর দুয়েক আগে আশরাফুল তার বাবাকে হারিয়েছেন। সন্তানের দুঃসময় দেখে যাওয়া বাবা আবদুল মতিন এই সুখবর দেখলে নির্দ্বিধায় অনেক খুশি হতেন। আশরাফুল তাই অনুভবে হাতড়ে ফিরছেন বাবাকে। নিষেধাজ্ঞার সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের জানিয়েছেন ধন্যবাদ। যদিও দেশের ক্রিকেটের এক সময়ের সেরা বিজ্ঞাপন এও জানিয়েছেন, গত ৫ বছর তার জন্য অনেক কঠিন ছিল। মোহাম্মদ আশরাফুল বলেন, এই দিনটায় আসলে আব্বা থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আব্বা আজকে নাই, দুই বছর হচ্ছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ক্রিকেটে ফেরার। অবশ্যই এই পাঁচটা বছর আমার জন্য খুবই কঠিন ছিল। বিশেষ করে প্রথম দিক দিয়ে, যখন আমি খেলতে পারছিলাম না। সেই সময়টা অনেক বেশি কঠিন ছিল আমার জন্য। এখন আল্লাহ্র রহমতে ভালো লাগছে যে সব বাধা উঠে গিয়েছে। তবে এই সময়টায় আমার পরিবারের সদস্যরা, আমার বন্ধুবান্ধব আমাকে অনেক সমর্থন দিয়েছে, সাহস জুগিয়েছে। ফিক্সিং কাণ্ডের পর অনেকেই আশরাফুলকে বিশ্বাসঘাতক বলে থাকেন। সমর্থকদেরও অনেকেই আশরাফুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে একসময় জাতীয় দলে যাদের সঙ্গে খেলেছেন, তারা দুঃসময়ে সাহস এবং প্রেরণা যুগিয়েছেন। সতীর্থদের কাছ থেকে আশরাফুল বেশ সমর্থন পেয়েছেন। ছিলেন বোর্ড কর্তারাও। আশরাফুল বলেন, জাতীয় দলের খেলোয়াড়রাও আমাকে অনেক সমর্থন দিয়েছে, ভরসা দিয়েছে। যখনই দেখা হয়েছে সবাই স্বাভাবিকভাবেই কথা বলেছে। দলের সাথে যে দূরত্বটা গত দুই বছরে ঘরোয়া ক্রিকেট খেলে অনেকটাই মিটিয়ে নিয়েছি। সামনের মৌসুমগুলোয় ভালো খেললে বাকি থাকা দূরত্বটাও শেষ হয়ে যাবে আশা করি। আমার নিষেধাজ্ঞার সময়টায় বিসিবি সভাপতি থেকে শুরু করে সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় দলে ফেরা নিয়ে আশরাফুল বলেন, জাতীয় দলে সুযোগ পাওয়াটা অবশ্যই অনেক কঠিন হবে। তবে আমি যদি পারফর্ম করতে পারি তাহলে বাংলাদেশ দলে অনেক জায়গা আছে যেখানে আমি সার্ভিস দিতে পারবো বলে আমার বিশ্বাস। প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানো একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ২০১৪ সালের জুনে আশরাফুলকে ৮ বছরের নিষেধাজ্ঞা প্রদান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু, পরে তার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ৫ বছর করা হয়। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৮:০০/ ১৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MifbF9
August 14, 2018 at 05:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন