সেন্ট লুসিয়া, ২২ আগস্ট- জাতীয় দলে তাকে সচরাচর বোলিং করতে দেখা যায় না। তবে বিদেশি লিগগুলোতে ব্যাটসম্যান মাহমুদউল্লাহর চেয়ে যেন বোলার মাহমুদউল্লাহরই কদর বেশি। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আরও একবার দেখা গেল তার অফস্পিন জাদু। সিপিএলে সেন্ট লুসিয়া স্টারসকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহর সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। যে জয়ে বেশ ভালোভাবেই অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। যার মধ্যে একটি ওভার ছিল মেডেন। রাহকিম কর্নওয়ালকে ৪ এবং লেন্ডল সিমন্সকে ২ রানে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশি অফস্পিনার। তবে মাহমুদউল্লাহর দলে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শেলডন কোট্রেল। ১৪ রানে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচান ১৩ রানে নেন দুই উইকেট। বল হাতে ঝলক দেখানোর পর অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মাহমুদউল্লাহর। ডেভন থমাসের হার না মানা ৩৮ রানে ৭৪ বক বাকি থাকতেই জয় তুলে নেয় সেন্ট কিটস। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:১৪/২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OXlb3w
August 23, 2018 at 06:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন