বলিউড নায়িকা ইয়ামি গৌতম। সম্প্রতি হংকং এ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছেন ইয়ামি। ইয়ামির থেকেও অবশ্য ভাইরাল হয়েছে তার আউটফিট। একটি নীল রঙের টিউব টপ পরা ছবি ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিকিনি না পরেও যে সমুদ্রের ধারে স্টাইলিশ পোশাকে ঘোরাফেরা করা যায় তা প্রমাণ করে দেখালেন ইয়ামি গৌতম। প্রসঙ্গত, ইয়ামি গৌতমকে বত্তি গুল মিটার চালু তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি মুক্তিও পেয়েছে বত্তি গুল মিটার চালুর ট্রেলার। প্রথমদিকে ছবিটি কমেডি মনে হলেও পুরোপুরি সিনেমাটি কমেডি নয়। কারণ কমেডির মোড়কে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে কড়া জবাব। তবে ডার্ক কমেডি ভেবে বসলে কিন্তু ভুল করবেন দর্শক। ছবিটির চিত্রনাট্য অনুযায়ী, ছবির মুখ্য তিনটি চরিত্রে শাহিদ, শ্রদ্ধা এবং দিব্যেন্দুকে দেখা যাবে। তিন বন্ধু যে জায়গায় থাকে সেই পাহাড়ি এলাকায় বিদ্যুতের খুব সমস্যা৷ ২৪ ঘণ্টার বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। এ পরিস্থিতিতে অদ্ভুতভাবে দিব্যেন্দুর কাছে আড়াই লাখ টাকার বিল পৌঁছে যায়। যে জায়গায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না সেখানে এতো টাকার বিল আসে কী করে! সমাজের ওপরের মহল থেকে শুরু করে ইলেকট্রিসির অফিসেও কথা বলে এই বিলের কারণ খোঁজার চেষ্টা করে সে। উল্টো তাকে হুমকি দেয়া সময় মত বিল পেমেন্ট না করলে তার বাড়িতে ওয়ারেন্ট যাবে। পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দিব্যেন্দু। এই ইলেকট্রিসিটি বিলের জন্যই সকলের জীবন দুর্বিসহ হয়ে উঠে। এভাবেই এগোতে থাকে ছবির কাহিনী। ছবিটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং। এই ছবিতে অন্য চরিত্রে দেখা যাবে সুধির পান্ডে, সুপ্রিয়া পিলগাওকরকে। অনেক দিন পর বিগস্ক্রিনে ফিরছেন ফারিদা জালাল। এছাড়াও ইয়ামি গৌতম একজন আইনজীবির চরিত্রে অভিনয় করেছেন। তবে ট্রেলারে ইয়ামির তেমন দৃশ্য ছিল না। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L4SxLM
August 18, 2018 at 10:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন