মুম্বাই, ০৯ আগস্ট- বলিউড তারকা সোনাক্ষী সিনহা অল্পতে খুশি হওয়াকেই সুখী হওয়ার মন্ত্র বলে ব্যাখ্যা করেছেন। জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, আমি অল্পেই খুশি। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলেই আমি খুশি থাকি। তবে কোনও দিন সমস্যা থেকে পালাই না। সমস্যা মিটিয়ে তবে নিশ্চিন্ত হই। নিজের সম্পর্কে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কানে দুল পরতেও আমার আলস্য লাগে। মা তো খুব চিৎকার করে। স্কুললাইফ থেকেই টমবয় আমি। স্কুল শুরু হওয়ার আগেই স্কুলের মাঠে পৌঁছে যেতাম আর ফুটবল খেলতাম। আর ইউনিফর্মের বারোটা বাজাতাম। বসে বসে খেলা দেখতে ভাল লাগে না অভিনেত্রীর। খেলতে বেশি পছন্দ করেন তিনি। তার পছন্দের খেলা বাস্কেটবল আর ফুটবল। অভিনেত্রী বলেন, আমি জানতাম অভিনয়ে আসার পরে ভাল দেখতে লাগাটা খুব জরুরি। তাই ব্যালান্স রাখি। ক্যামেরা অফ হয়ে গেলেই সাধারণ মেয়ের মতো থাকি। অভিনেত্রী জানান, সামনের বছর তার ছবি কলঙ্ক মুক্তি পাবে। কলঙ্ক-এর পরে দবং থ্রির শুটিং শুরু হবে। অনেক দিন ধরে তিনি অপেক্ষা করছেন ছবিটার জন্য। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/১০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M4mTmR
August 10, 2018 at 06:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন