নয়াদিল্লি, ২৪ অগাস্টঃ আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে চলেছে ফেসিয়াল রেকগনিশন বা মুখমণ্ডলের ছবি শনাক্তকরণ। ছবি তোলার সঙ্গে সঙ্গে তা শনাক্তকরণ করা হবে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই। জানা গিয়েছে, আধার অথেন্টিকেশনের অন্যান্য শর্তের সঙ্গে এবার থেকে ফেসিয়াল রেকগনিশনও যুক্ত হবে।
নয়া নির্দেশ অনুযায়ী মুখচ্ছবি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন না করলে তা দণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। যার জন্য কারাদণ্ড ভোগ এবং ভারতীয় দণ্ডবিধির ৪২ ও ৪৩ ধারা অনুসারে জরিমানা দিতে হতে পারে বলে জানা গিয়েছে। ইউআইডিএআই জানিয়েছে, জনস্বার্থে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করতেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wgOYh1
August 24, 2018 at 01:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন