ভোপাল, ৯ অগাস্টঃ তিনদিনের মাথায় সুবিচার পেল ছ’বছরের ধর্ষিতা শিশু৷ ধর্ষণে অভিযুক্ত ২৪ বছর বয়সী যুবকের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল মধ্যপ্রদেশের এক আদালত। ঘটনাটি শিশু ধর্ষণ রোধে এক অনন্য নজির স্থাপন করল বলে মনে করছে আইনজীবী মহল। মধ্যপ্রদেশের দাঁতিয়া আদালত সম্প্রতি এই রায় শুনিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(এবি), ৩৬৬ এবং পকসো অ্যাক্টের ৩,৪ এবং ৫ ধারায় মামলা রুজু করা হয়৷ জানা গিয়েছে, ২৯ মে ছ’বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করা হয়। ওই শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিল। সেই সময় ফুলের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একটি স্কুলে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে তার বাবা মা মেয়েকে স্কুলের ভিতর অর্ধচৈতন্য অবস্থায় দেখতে পান। ঘটনায় পুলিশে অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এটি মধ্যপ্রদেশের দ্রুততম বিচারের ঘটনা। একজন সিনিয়র ডাক্তার সহ ১৭ জন মামলায় সাক্ষী দেন। তার উপর ভিত্তি করে মাত্র তিনদিনের মাথায় রায় দেন বিচারক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MaoJlq
August 09, 2018 at 02:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন