মাদ্রিদ, ৬ অগাস্টঃ দিয়েগো মারাদোনা-লিওনেল মেসিদের উত্তরসূরীদের হারিয়ে ইতিহাস গড়ল ভারত। সোমবার স্পেনে অনুর্ধ্ব-২০ কোটিফ কাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল ফ্লায়েড পিন্টোর প্রশিক্ষণাধীন বয়েজ ইন ব্লু-রা। তাও প্রায় একটি অর্ধ ১০ জনে খেলে।
অনুর্ধ্ব-২০ বিভাগে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই শুরু করেছিল ভারতের জুনিয়ররা। কিন্তু খেলা শুরুর ৪ মিনিটেই দলকে এগিয়ে দেন দীপক টাংরি। নিনথোইনানবা মিতেইয়ের কর্ণার থেকে গোল করেন তিনি। শুরুতেই এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে ভারত। ৫০ মিনিটে সরাসরি লালকার্ড দেখে অনিকেত যাদব মাঠ ছাড়লেও যার অন্যথা হয়নি। ৬৮ মিনিটে মাপা ফ্রিকিক থেকে ভারতের লিড দ্বিগুণ করেন আনোয়ার আলি। ৭২ মিনিটে একটি গোল শোধ করলেও ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। ভারতের হয়ে এদিন দুর্দান্ত খেললেন গোলরক্ষক প্রভসুখান গিল। অন্তত ৪ বার তিনি ভারতের নিশ্চিৎ পতন রোধ করেন। পাশাপাশি ডিফেন্সে নির্ভরতা যোগালেন মিতেই ও আনোয়ার। ভারতের দুটি গোলের ক্ষেত্রেই অবদান ছিল এই দুই সোন্টারব্যাকের। পাশাপাশি পরিবর্ত হিসেবে নেমে নজর কাড়লেন বাংলার রহিম আলিও। তাঁকে ফাউল করার জন্যই ফ্রিকিক পায় ভারত। যা থেকে গোল করেন আনোয়ার। অবশ্য ম্যাচ জিতলেও গ্রুপে সবার শেষে থেকেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত। চার ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে তাঁরা। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভেনেজুয়েলা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M7cTs4
August 06, 2018 at 04:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন