কলকাতা, ৩০ অগাস্টঃ বড়বাজার থেকে নকল গুঁড়ো দুধের কারখানা থেকে উদ্ধার হল ৫০০ কেজি নকল গুঁড়ো দুধ। উদ্ধার হয়েছে গুঁড়ো দুধ তৈরির অন্যান্য সামগ্রীও। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বড় বাজারের রাজাকাটরা এলাকার ১৬৭ নম্বর নেতাজি সুভাষ রোডের ঘটনা।
জানা গিয়েছে, কম দামের বাজারে চলতি গুঁড়ো দুধে মেশানো হচ্ছে অ্যারারুট ও চিনির গুঁড়ো। এরপর তা নামী কম্পানির প্যাকেটে ভরে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে। গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বুধবার গভীর রাতে অভিযান চালায়। অনেক অলিগলির মধ্য দিয়ে নির্দিষ্ট ঠিকানায় একটি বাড়ির পাঁচতলায় মেলে সেই কারখানার হদিশ। কারখানার মালিক দীপক কুণ্ডু ও তার ছেলে সৌভিক কুণ্ডু। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় সৌভিক কুন্ডুকে। বাকিরা পলাতক।
পুলিশ জানিয়েছে, ওই কারখানা থেকে উদ্ধার হয়েছে ৫০০ কেজি ভেজাল গুঁড়ো দুধ, ৫০ কেজি অ্যারারুট এবং ৪০ কেজি চিনির গুঁড়ো। ঘটনাস্থল থেকে গুঁড়ো দুধ প্রস্তুতকারক নামী দুই সংস্থার ফাঁকা প্যাকেটও মিলেছে। সবমিলিয়ে মোট ১১ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। এই বিল্ডিংয়ের নিচের তলায় থাকা মার্কেট থেকেই ভেজাল গুঁড়ো দুধ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। এই কারখানার হদিশ পাওয়ার পর আরও জানা গিয়েছে, এমন ভেজাল দুধের কারখানা আরও অনেক আছে। পুলিশ জানিয়েছে এ ধরণের অভিযান আরও চালানো হবে। ধৃতকে আদালতে তোলা হলে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে জানিয়েছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NwCtnZ
August 30, 2018 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন