কলকাতা, ০৭ আগস্ট- অাসামের জাতীয় নাগরিক পঞ্জিকরণের তালিকা থেকে ৪০ লাখ নাগরিকের নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে উদ্যেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার তোপ অব্যাহত। এবার কবিতার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। সোমবার বাংলা, হিন্দি এবং ইংরেজি-এই তিন ভাষাতেই পরিচয় শীর্ষক একটি কবিতা লিখে তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন রাজ্যটির ক্ষমতাসীল দল তৃণমূল কংগ্রেসের প্রধান এই নেত্রী। আর কবিতার মাধ্যমেই ধর্ম, ভাষা, খাদ্যাভাষ, বিভেদ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তিনি। কবিতার শেষে নিজে স্বাক্ষরও করেন মমতা। কবিতাটি নিচে হুবুহু তুলে ধরা হল- পরিচয় তোমার পদবী কী? তোমার পিতৃপরিচয়? তোমার ভাষা কী? তোমার ধর্ম কী? তুমি কী খাও? জানো না? তবে যাও, এ প্রথিবীতে তোমার জায়গা নেই। তুমি কে? কী তোমার পরিচয়? কোথায় থাকো? কোথায় শিক্ষা? জানাও। না হলে তুমি দেশদ্রোহী তুমি কে? কাকে সমর্থন কর? তোমার পাঁচ পুরুষের নাম নথিভুক্ত আছে কি? তোমার পোষাক-পরিচ্ছদ কী? তোমার কি গোবর-ধন অ্যাকাউন্ট আছে? নেই? তবে তুমি অনুপ্রবেশকারী তুমি কি মন কি বাত শোনো? তুমি কি শাসকের বিরুদ্ধে লেখো? তোমার কি ফোনে আধার আছে? তুমি কি পে-বি টিম এর মেম্বার? সব নথিভুক্ত আছে কি? তুমি কি শোষকের বিরোধী? তোমার তবে স্থান নেই, তুমি উগ্রপন্থী তুমি কী কী খাও? কোথায় কোথাও যাও? তুমি কি অন্য ধর্মের লোক? তুমি কি দলিত? তুমি কি খ্রীষ্টান? তুমি কি সংখ্যালঘু? তুমি কি রাবণের সমর্থক নয়? তবে তুমি বৈরাগ্য নাও তুমি কি শাসকের ক্ষমতা জানো? তুমি কি শোষকদের এজেন্সি চেনো? তুমি কি একজন প্রতিবাদী? তুমি কি শাসক বিরোধী? তবে তুমি দেশ বিরোধী? তোমার জায়গা নেই ********* সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ogbay4
August 07, 2018 at 02:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন