জাকার্তা, ২৬ অগাস্টঃ ১৯৮২ সালের এশিয়াডে রঘুবীর সিং প্রথম ভারতীয় হিসেবে ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত বিভাগে পদক জিতেছিলেন। মাঝের সময়ে বিভিন্ন মাল্টি ডিসিপ্লিন ইভেন্টে পদক আসলেও ইকুয়েস্ট্রিয়ান ভারতীয়দের কাছে খুব বিশেষ আগ্রহের জায়গা করে নিতে পারেনি। যদিও চলতি এশিয়াডে ব্যক্তিগত বিভাগে রুপো জিতে ইতিহাস গড়লেন ভারতের ফাওয়াদ মির্জা। ২৬.৪০ পয়েন্ট নিয়ে পোডিয়ামের দ্বিতীয় স্থান দখল করলেও তিনি সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু জাম্প করার সময় দুর্ভাগ্যবশত ফাওয়াদের ঘোড়া বারে আটকে গেলে চার পেনাল্টি পয়েন্ট তাঁর স্কোরশিটে জমা হয়। ২২.৭০ পয়েন্ট নিয়ে সোনা জেতেন জাপানের ওইয়া ইসোয়াকি। ব্যক্তিগত বিভাগের পাশাপাশি টিম ইভেন্টেও রাকেশ কুমার, আশিস মালিক ও জিতেন্দার সিংকে নিয়ে রুপো জেতেন ফাওয়াদ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MOrYPO
August 26, 2018 at 09:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন