দিন গুণছেন না। সব কিছু ছেড়ে দিয়েছেন জীবনের উপর। শেষ দিন বলে তার কাছে কিছু নেই। মস্তিষ্কে বিরল ক্যান্সারে আক্রান্ত বলিউড তরকা ইরফান খান। লন্ডনে চিকিৎসারত ইরফানের শরীর ভেঙে গেছে। সংবাদ সংস্থা এপিকে দেয়া একটি সাক্ষাত্ৎকারে তিনি বলেন, ক্যান্সার তার জীবনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে। গত ৩০ বছর ধরে যোগ করছেন, কিন্তু মনকে এখনও শান্ত করেতে পারেননি। এই মুহূর্তে তার কেমোথেরাপি চলছে। ক্যান্সার তাকে জীবনের এক কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, কেমোর চতুর্থ পর্যায় শেষ। ৬টি কেমো হবে তারপর স্ক্যান। তৃতীয় কেমোর পর স্ক্যানের রেজাল্ট পজিটিভ ছিল। ৬টি কেমোর শেষে কী রকম থাকে, সেটাই আসল। তখন বোঝা যাবে। জীবনের কোনও গ্যারান্টি নেই। কারও নেই। আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে। যে কোনও সময় মৃত্যু হবে। কিংবা মাঝে মাঝে এই চিন্তাটা জাস্ট উড়িয়ে দিয়ে জীবন যেমন আছে, সে ভাবেই এনজয় করছি। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৮:০০/ ০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OIdMpr
August 04, 2018 at 03:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top