কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ২

কলকাতা, ১০ অগাস্টঃ কোনা এক্সপ্রেসওয়েতে দু’‌টি লরির মধ্যে সংঘর্ষে আহত হলেন দু’জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জি হাটের কাছে টিউলিপ ক্রসিংয়ে। ঘটনায় আহত হয়েছেন একটি লরির চালক এবং খালাসি। জানা গিয়েছে, এর মধ্যে খালাসির অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ টিউলিপ ক্রসিংয়ের কাছে একটি লরি ইউটার্ন নিতে যায়। সেইসময় পিছন থেকে অপর একটি লরি এসে সেটির পিছনে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন পিছন থেকে ধাক্কা মারা লরিটির খালাসি এবং চালক। অপর লরির চালক এবং খালাসি সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ য।ন চলাচল ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OoS3C0

August 10, 2018 at 12:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top