বালি ও শিলিগুড়ি, ৬ অগাস্টঃ ইন্দোনেশিয়া বেড়াতে গিয়ে ভূমিকম্পে আটকে পড়ল শিলিগুড়ির একটি পরিবার। গত ২ অগাস্ট ইন্দোনেশিয়া বেড়াতে যায় শিলিগুড়ির বাসিন্দা ভোজরাত জৈনের পরিবারের ১২ জন সদস্য। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। রবিবার বিকেলে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনিশেয়ার লম্বক দ্বীপ। জারি করা হয় সুনামি সতর্কতা। সেইসময় গিলি দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ওই পরিবারটি। কম্পনের জেরে তাঁরা ওই দ্বীপেই আটকে পড়েন। ওই পরিবারের এক সদস্য জানিয়েছেন, দ্বীপটিতে বিদ্যুৎ নেই। সবচেয়ে কাছের বিমানবন্দর লম্বকে ফেরার জন্য ফেরি সার্ভিসও বন্ধ। তাঁদের লাগেজও অন্য জায়গায় রয়েছে। তাঁরা অবিলম্বে ভারতে ফিরে আসার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
সংবাদদাতাঃ ভাস্কর বাগচী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kwenr5
August 06, 2018 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন