কলকাতা, ৩১ অগাস্টঃ ৩ কোটি টাকা পাচ্ছেন ওড়িশার অ্যাথলেট দ্যুতি চাঁদ। এদিকে হেপ্টাথেলনে সোনা এনে দিয়েছেন জলপাইগুড়ির স্বপ্না বর্মণ। তাঁর জন্য গতকাল পশ্চিমবঙ্গ সরকার ১০ লক্ষ টাকা ও সরকারি চাকরি ঘোষণা করেছেন। জানা গিয়েছে, দুই রাজ্যের এই পার্থক্য দেখেই রুষ্ট রাজ্যের ক্রীড়াপ্রেমীরা। দেশের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে হেপ্টাথেলনে স্বপ্না বর্মণের সোনা জয়। আর তাতে ধার্য মাত্র ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। স্বপ্নার মা যদিও কোনও আর্থিক পুরস্কার চাননি। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে বারবার জানতে চান, কী চাই। কিন্তু মুখ্যমন্ত্রীর সামনেও মুখ খোলেননি স্বপ্নার মা বাসনা দেবী। তারপরই রাজ্য সরকার ১০ লক্ষ টাকা ও একটি সরকারি চাকরির ঘোষণা করে। সরকারের এই পুরস্কার ঘোষণা নিয়ে রুষ্ট রাজ্যের ক্রীড়ামহল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ooW9PF
August 31, 2018 at 12:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন