ঢাকা, ০৫ আগস্ট- চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বিকাশ কুমার পাল নওশাবাকে আদালতে উপস্থাপন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালতে এ সংক্রান্ত রিমান্ড শুনানি অনুষ্টিত হবে। তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার এ অভিনেত্রীকে রোববার (০৫ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র্যাব। এরপর নওশাবাকে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে শনিবার (০৪ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য র্যাব-১ এর কার্যালয়ে আনা হয়। শনিবার বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও চার শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে খোঁজ নিয়ে তার এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সূত্র: বাংলানিউজ এমএ/ ০৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MjFeZe
August 05, 2018 at 10:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top