ঢাকা, ০৬ আগস্ট- নিরাপদ সড়কের দাবিতে চলমান বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে কলকাতার শিক্ষার্থীরা। তারা এই আন্দোলনে সংহতি জানিয়ে ফেসবুকে একটি ইভেন্টও খুলেছেন। ওই ইভেন্টের নাম দেয়া হয়েছে-চলুক গুলি, টিয়ার গ্যাস পাশে আছি বাংলাদেশ। কলকাতার শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টিফোর। কলকাতা টোয়েন্টিফোর তাদরে প্রতিবেদনে জানায়, পথ নিরাপত্তা নিয়ে আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবার বাংলাদেশের আন্দোলনের পাশে দাঁড়িয়ে পথে নামছে কলকাতার শিক্ষার্থীরাও। ইতিমধ্যে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ফেসবুকে বিভিন্ন পোস্টারও শেয়ার করেছেন। নিরাপদ সড়ক দাবির এ আন্দোলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক বিশেষ সমাবেশের আহ্বান জানানো হয়েছে। ফেসবুকে ইভেন্ট তৈরি করে ওই সমাবেশে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এদিন কলকাতার পার্ক সার্কাসে সেভেন্ট পয়েন্ট থেকে হবে ওই সমাবেশ। মিছিল আসবে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত সিট এই ইভেন্টটি হোস্ট করেছেন। সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ ওই ইভেন্টে উৎসাহ দেখিয়েছেন। সমাবেশের নাম দেওয়া হয়েছে, চলুক গুলি, টিয়ার গ্যাস পাশে আছি বাংলাদেশ। উদ্যোক্তাদের বক্তব্য, বাংলাদেশের প্রশাসনকে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রীরা জানিয়ে দিতে চায় যে ওপার বাংলার কিশোর ভাইবোনেরা বাঙালির গর্ব। এই ভাই-বোনেদের মারাত্মক যদি কিছু হয়ে যায় তাহলে দাবানল সীমানার এপারেও ছড়িয়ে পড়বে। এই বার্তাই তারা পৌঁছ দিতে চায় বাংলাদেশ হাই কমিশনে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুলাইয়ে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুকে কেন্দ্র করে সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলন ক্রমশ এত বড় আকার নেয় যে পুরো বাংলাদেশেই ছড়িয়ে পড়ে৷ কলকাতার শিক্ষার্থীদের ফেসবুক ইভেন্টে যা লেখা রয়েছে: উড়তে-মানা ইচ্ছে ডানারা যখন নিজেদের উচ্ছলতায় অবাধ স্বাধীনতা অর্জন করে এবং থেমে না থেকে নিয়ম ভাঙার গান গেয়ে আরো আরো স্বাধীনতা অর্জন করতে থাকে, তখন সেই গান গাওয়ার শেষে কারোর জন্য ভোরের আকাশ অপেক্ষা করে থাকে, আর কেউ বা পতনের দিন গোনে। এমএ/ ০৮:০০/ ০৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vm24cg
August 07, 2018 at 02:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top