উত্তরাখণ্ডে গঙ্গার জল বিপদসীমা ছাড়াল

দেরাদুন, ২৬ অগাস্টঃ  দক্ষিণের কেরলের পর এবার উত্তরের রাজ্য উত্তরাখণ্ডে বন্যার ভ্রূকুটি। উত্তরাখণ্ডের বিভিন্ন  এলাকায় টানা বৃষ্টিপাতের জেরে বিপদসীমা অতিক্রম করেছে গঙ্গা। যার জেরে রবিবার সকাল থেকে হরিদ্বার সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।  রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে হরিদ্বারে গঙ্গার বিপদসীমা ২৯৩ মিটার। রবিবার সকালে গঙ্গার জল বইছে প্রায় ২৯৪ মিটার দিয়ে। যার জেরে তীর্থযাত্রী, পর্যটক, স্থানীয় মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় গঙ্গার জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু গঙ্গা নয়, মালান, শিখরো, খো সহ বিভিন্ন নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MuADaN

August 26, 2018 at 09:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top