পদত্যাগ করলেন অসমের তৃণমূল সভাপতি

গুয়াহাটি, ২ অগাস্টঃ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও দাবির বিরোধিতা করে পদত্যাগ করলেন অসমের রাজ্য তৃণমূল সভাপতি৷ বৃহস্পতিবারই দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা দ্বীপেন পাঠক৷

জাতীয় রাজনীতিতে অসম এনআরসি আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দিন থেকেই অসমের নাগরিকপঞ্জী নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷ চুড়ান্ত খসড়ায় বাদ পড়া ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন তুলে দিল্লিতে দরবার করেছেন তৃণমূল নেত্রী৷ একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালি জাতি বিদ্বেষ ও জাত পাতের বাছবিচারের রাজনীতির অভিযোগ এনেছেন তিনি৷

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, এনআরসি ইশ্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে তিনি সহমত নন।

তিনি বলেন, ‘তৃণমূল নেত্রী বলেছেন অসম থেকে বাঙালি উৎখাত করতেই এনআরসি আনা হয়। আমি ওনার সঙ্গে একমত নই। এই ধরনের মন্তব্যে এখানে ঝামেলা সৃষ্টি হতে পারে। আর এটা হলে আমাকেই দায়ী করা হত। তাই আমি পদ থেকে ইস্তফা দিচ্ছি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vwuNub

August 02, 2018 at 06:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top