বন্যা বিধ্বস্ত কেরালাকে ১০ কোটি টাকা সাহায্য ঘোষণা মমতার

নয়াদিল্লি, ১৯ অগাস্টঃ বন্যা বিধ্বস্ত কেরালার পাশে দাঁড়াল বাংলা। কেরালাকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার হৃদয় কেরালার বন্যা দুর্গতদের জন্য ব্যথিত। এই সংকটজনক পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কেরালার ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এই বিপর্যয় মোকাবিলার জন্য সমস্তরকম সাহায্য করতে আমরা প্রস্তুত। প্রার্থনা করি যাতে কেরালার ভাইবোনেরা খুব দ্রুত স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেন।’

কেরালায় বন্যা দুর্গতদের সাহায্যে তাঁদের একদিনের বেতন তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের আইএএস অফিসারদের অ্যাসোসিয়েশন। একইসঙ্গে মহারাষ্ট্রের কংগ্রেস ও এনসিপি বিধায়করা তাঁদের একমাসের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেরালার বন্যাদুর্গতদের ত্রাণ তহবিলে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত পাঁচ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তেলাঙ্গানা সরকার বন্যা দুর্গতদের সাহায্যে কেরালায় ১০০ মেট্রিক টন খাদ্য পাঠিয়েছে।

৯ অগাস্টের পর এই প্রথম কেরালার সবকটি জেলা থেকে রেড অ্যালার্ট প্রত্যাহার করা হয়েছে। তবে ১০টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দুটি জেলায় ইয়েলো অ্যালার্ট। উদ্ধারকাজ চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2nMdi5E

August 19, 2018 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top