ঢাকা, ২৯ আগস্ট- ৮ বছর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু হয়েছিল। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হচ্ছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল। আগামী শনিবার নেত্রকোনার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হবে। নক আউট পদ্ধতিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে হবে ছেলেদের এই প্রতিযোগিতা। ৮ বিভাগের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্ব খেলবে ঢাকায়। প্রতিযোগিতায় ভালো পারফর্ম করা ফুটবলাদের দীর্ঘমেয়াদে অনুশীলনের সুযোগ দেওয়া হবে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল প্রমুখ। সূত্র: বাংলা ট্রিবিউন এইচ/২২:৫০/২৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NxDFav
August 30, 2018 at 04:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top