টি২০ ক্রিকেটে ইতিহাস গড়লেন ইরফান

বার্বাডোজ, ২৬ অগাস্টঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে দুরন্ত ছন্দে মহম্মদ ইরফান। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ইরফানের বোলিং পরিসংখ্যান ৪-৩-১-২।  টি-২০-র ইতিহাসে এটই সবথেকে কৃপণতম বোলিং। তবে দুরন্ত বোলিং করলেও শেষপর্যন্ত জয়ের মুখ দেখল না ইরফানের দল। ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্ট ৬ উইকেটে হারল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে। বার্বাডোজের হয়ে ৩৫ বলে ৫৪ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে হোল্ডারের দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ইভিন লিউইস এবং ক্রিস গেইলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সেন্ট কিটস বাহিনী। তবে ব্রেন্ডন কিং (৬০), ডেভন থমাসের (৩২) ব্যাটিংয়ের দৌলতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় তারা। হারলেও বল হাতে নজর কাড়েন পাক পেসার মহম্মদ ইরফান। ২৩টি টানা ডট বল করেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NjZuKF

August 26, 2018 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top