নয়াদিল্লি, ৩০ অগাস্টঃ নীলগিরি জেলা প্রশাসন রবিবার বন্ধ করে দিল ১১টি রিসর্ট। অভিযোগ, মুদুমালাই টাইগার রিজার্ভের বাফার জোনে কোনো বৈধ অনুমতি ছাড়াই এই রেসর্টগুলো দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছিল।
এই ১১টি রিসর্টের তালিকায় রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর রিসর্টও। প্রত্যেক মালিককে বেআইনি ভাবে দখল করা রাখা জায়গা খালি করে দেওয়ার জন্যে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।
বেআইনি ৩৯টি রিসর্ট চিহ্নিত করেছিল প্রশাসন। প্রথম দফায় ২৭টি রিসর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বাকি ১২টির মধ্যে ১১টিকেও নোটিশ পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ভেঙে দেওয়া হবে রিসর্টগুলো।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PlgbGd
August 30, 2018 at 06:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন