দুবাই, ০৭ আগস্ট- পাক-ভারতের রাজনৈতিক দ্বন্দ্বে ভারতের বদলে এবারের এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সূচি ও ভেন্যু। কিন্তু এই সূচিতে বিপত্তি ভারতের। চূড়ান্ত হওয়া সূচিতে টানা ম্যাচ থাকায় আপত্তি ভারতীয়দের। ১৮ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে ভারত। এরপরের দিন ১৯ তারিখ আবার খেলতে হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা থাকে গোটা ক্রিকেট বিশ্বের। এবারও বিপরীত কিছু হবে না এটাও সত্য। ভারতীয়দের দাবি, দুবাইয়ের আবহাওয়া অত্যাধিক গরম। এখানে টানা দুইদিন ওয়ানডে ম্যাচ খেলা অস্বাভাবিক। এমনটা দাবি ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগেরও। তার দাবি, এখনকার সময়ে পরপর দুই ম্যাচ। তাও আবার ওয়ানডে! এটা কি আদৌ সম্ভব। দুবাইয়ের মতো গরম আবহাওয়ায় টানা দুই ম্যাচের সূচি করা মোটেই ঠিক হয়নি। ভারতীয়দের এমন মন্তব্যের পর নড়েচড়ে বসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এরই মধ্যে ইঙ্গিতও দিয়েছে সূচি পরিবর্তনের। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে দুবাই এশিয়া কাপ ২০১৮ এর। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। সূত্র: আরটিভি অনলাইন আর/০৭:১৪/০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OloW2q
August 08, 2018 at 03:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top